{[['
']]}
বাংলা ভাষায় প্রখ্যাত চারজন ইমামের জীবনী নিয়ে তেমন কোন প্রামাণ্য বই নেই। থাকলে সুন্নাত অনুসরণে তাদের ভূমিকা ও আহবান কি তা উল্লেখ করা নেই। অধিকাংশ বানানো আজগুবি কাহিনী। প্রথমবারের মতো ইন্টারনেটে বাংলা ভাষায় প্রখ্যাত চার ইমাম- ইমাম আবু হানীফা (রহ), ইমাম শাফেয়ী (রহ), ইমাম মালিক (রহ) ও ইমাম আহমাদ বিন হাম্বল (রহ)-এর জীবনী পিডিএফ প্রকাশ করা হচ্ছে। বইটি এর আগে ধারাবাহিক ভাবে প্রকাশ হয়েছে। এবার চারটি পর্ব এক সাথে প্রকাশ করা হচ্ছে। বইটি পড়ে তাঁদের আক্বীদা মতো আমাদের আক্বীদা গ্রহণ করার আহবান রইলো। সেই সাথে তাদের মতোই সুন্নাত অনুসরণ করে আমাদের আমলগুলোকে সঠিক করে নিতে পারি।
আল্লাহ আমাদের তাওফিক দিন।
*********************************
বইটি লিখেছেন – শাইখ শহীদুল্লাহ খান মাদানী।
মূল বই: সুন্নাতে রাসূল (সা) ও চার ইমামের অবস্থান।
বইটি পছন্দ হলে নিকটস্থ লাইব্রেরীতে খোঁজ করুন।
না পেলে আমাদের জানান। আমাদের পরিচিত লাইব্রেরী দ্বারা কুরিয়ার করে বই পাঠিয়ে দেয়া হবে।
*********************************************************************