সর্বশেষ বই:
Home » » জেনে নিন কী-বোর্ডের F1 থেকে F12 পর্যন্ত কীগুলোর কাজ

জেনে নিন কী-বোর্ডের F1 থেকে F12 পর্যন্ত কীগুলোর কাজ

{[['']]}
নিউজ ডেস্ক : কম্পিউটার বর্তমানে একটি বহুল পরিচিত ও জনপ্রিয় জিনিস। কম্পিউটারে প্রয়োজনীয় একটি পার্ট হচ্ছে কী-বোর্ড। এই বোর্ডে রয়েছে F1 থেকে F12 পর্যন্ত এক ডজন কী। এগুলোকে বলা হয় ফাংশন কী। এর একেকটার রয়েছে একেক কাজ। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করেন তারা প্রায় সবাই জানেন এসব কী’র কাজগুলো। কিন্তু যারা এখনও জানেন না,আসুন জেনে নেয় এই কী-গুলোর কাজ কি।

F1: সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয় এই কী-টি। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।

F2: সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহৃত হয়। Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা হয়। Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ দেখা যায়।

F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়। Shift+F3 চেপে ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়।

F4: ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়।Ctrl+F4 চেপে সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়।

F5: মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে। পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়।

F6: এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7: ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এই কী চেপে। ফায়ারফক্সের Caret browsing চালু করা যায়। Shift+F7 চেপে ওয়ার্ডে কোনও নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান চালু করা হয়।

F8: অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কী। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালাতে এটি চাপতে হয়।

F9: কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।

F10: ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। Shift+F10 চেপে কোনও নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।

F12: ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করা হয় এবংCtrl+Shift+F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা হয়।

Share this article :
Flag Counter
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2015. Book Fair - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by nofawelahamed24@gmail.com