{[['
']]}
সংক্ষিপ্ত বর্ণনাঃ আল্লাহ মানুষকে এবং জীন জাতি কে তার ইবাদাতের জন্য সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এক সময় সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা এই দুনিয়ার ক্ষন স্থায়ী জীবন সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু আমরা মৃত্যুর পরের সেই চিরস্থায়ী জীবন সম্পর্কে কতটুকু জানি। মৃত্যুর পরের সেই চিরস্থায়ী জীবন সম্পর্কে জানার জন্য আজ আপনাদের সামনে যে বইটি নিয়ে আশা হয়েছে তা হল শাইখ আব্দুল্লাহ শাহেদ মাদানীর লিখা “যা হবে মরণের পরে“।
আসাধারন এই বইটি নিজে পড়ুন এবং আপনার বন্ধু, আত্মীয় সজনদের শাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করুন। আমীন